৫৯ (mari lo mari)

মরি লো মরি,     আমার     বাঁশিতে ডেকেছে কে॥

          ভেবেছিলেম ঘরে রব, কোথাও যাব না--

ওই-যে     বাহিরে বাজিল বাঁশি, বলো কী করি॥

          শুনেছি কোন্‌ কুঞ্জবনে যমুনাতীরে

     সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে--

ওগো, তোরা জানিস যদি    আমায়    পথ বলে দে॥

              দেখি গে তার মুখের হাসি,

তারে        ফুলের মালা পরিয়ে আসি,

তারে        বলে আসি 'তোমার বাঁশি

     আমার     প্রাণে বেজেছে'॥

রাগ: ইমন-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.