১৫৯ (mukhapane cheye dekhi)
মুখপানে চেয়ে দেখি, ভয় হয় মনে--
ফিরেছ কি ফের নাই বুঝিব কেমনে॥
আসন দিয়েছি পাতি, মালিকা রেখেছি গাঁথি,
বিফল হল কি তাহা ভাবি খনে খনে॥
গোধূলিলগনে পাখি ফিরে আসে নীড়ে,
ধানে ভরা তরীখানি ঘাটে এসে ভিড়ে।
আজো কি খোঁজার শেষে ফের কি আপন দেশে।
বিরামবিহীন তৃষা জ্বলে কি নয়নে॥
রাগ: সাহানা
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1927
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার