৩৮৪ (na bujhe kare tumi)

না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে।

ওগো,    কে আছে চাহিয়া শূন্য পথপানে--

কাহার জীবনে নাহি সুখ,    কাহার পরান জ্বলে॥

পড় নি কাহার নয়নের ভাষা,

বোঝ নি কাহার মরমের আশা,

দেখ নি ফিরে--

কার    ব্যাকুল প্রাণের সাধ এসেছ দ'লে॥

রাগ: ইমন-ভূপালী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.