১০৩ (na na go na)

     না, না গো না,

          কোরো না ভাবনা--

যদি বা নিশি যায়    যাব না যাব না ॥

যখনি চলে যাই    আসিব ব'লে যাই,

আলোছায়ার পথে    করি আনাগোনা ॥

দোলাতে দোলে মন    মিলনে বিরহে।

বারে বারেই জানি    তুমি তো চির হে।

ক্ষণিক আড়ালে    বারেক দাঁড়ালে

মরি ভয়ে ভয়ে    পাব কি পাব না ॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.