১৫৫ (na na nai ba ele)
না না ) নাই বা এলে যদি সময় নাই,
ক্ষণেক এসে বোলো না গো "যাই যাই যাই'॥
আমার প্রাণে আছে জানি সীমাবিহীন গভীর বাণী,
তোমার চিরদিনের কথাখানি বলব -- বলতে যেন পাই॥
যখন দখিনহাওয়া কানন ঘিরে
এক কথা কয় ফিরে ফিরে,
পূর্ণিমাচাঁদ কারে চেয়ে এক তানে দেয় আকাশ ছেয়ে,
যেন সময়হারা সেই সময়ে একটি সে গান গাই॥
রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ ফাল্গুন, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ মার্চ, ১৯২৩
রচনাস্থান: কাশী
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর