২৬৫ (nai jadi ba ele tumi)
নাই যদি বা এলে তুমি এড়িয়ে যাবে তাই ব'লে?
অন্তরেতে নাই কি তুমি সামনে আমার নাই ব'লে॥
মন যে আছে তোমায় মিশে, আমায় তবে ছাড়বে কিসে--
প্রেম কি আমার হারায় দিশে অভিমানে যাই ব'লে॥
বিরহ মোর হোক-না অকূল, সেই বিরহের সরোবরে
মিলনকমল উঠছে দুলে অশ্রুজলের ঢেউয়ের 'পরে।
তবু তৃষায় মরে আঁখি, তোমার লাগি চেয়ে থাকি--
চোখের 'পরে পাব না কি বুকের 'পরে পাই ব'লে॥
রাগ: ছায়ানট
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ ফাল্গুন, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ মার্চ, ১৯২৩
রচনাস্থান: কাশী
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার