৩৮৫ (nayan mele dekhi amay)

নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে।

গোপনে কে এমন করে ফাঁদ ফেঁদেছে।

বসন্তরজনীশেষে    বিদায় নিতে গেলেম হেসে--

যাবার বেলায় বঁধু আমায় কাঁদিয়ে কেঁদেছে॥

রাগ: বিভাস-বাউল

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.