১২ (nidrahara rater e gan)

নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে।

কোন্‌ রজনীগন্ধা হতে আনব সে তান কণ্ঠে পূরে॥

     সুরের কাঙাল আমার ব্যথা    ছায়ার কাঙাল রৌদ্র যথা

     সাঁজ-সকালে বনের পথে উদাস হয়ে বেড়ায় ঘুরে॥

ওগো, সে কোন্‌ বিহান বেলায় এই পথে কার পায়ের তলে

নাম-না-জানা তৃণকুসুম শিউরেছিল শিশিরজলে।

     অলকে তার একটি গুছি    করবীফুল রক্তরুচি,

     নয়ন করে কী ফুল চয়ন নীল গগনে দূরে দূরে॥

রাগ: গৌড়সারং

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ চৈত্র, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৭ মার্চ, ১৯২২

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.