৩৭৮ (nimesher tare sharame)

নিমেষের তরে শরমে বাধিল, মরমের কথা হল না।

জনমের তরে তাহারি লাগিয়ে রহিল মরম-বেদনা॥

    চোখে চোখে সদা রাখিবারে সাধ--  পলক পড়িল, ঘটিল বিষাদ।

    মেলিতে নয়ন মিলালো স্বপন    এমনি প্রেমের ছলনা॥

রাগ: খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.