১০৫ (nupur beje jay rinijhini)

         নূপুর বেজে যায় রিনিরিনি।

                 আমার মন কয়, চিনি চিনি॥

গন্ধ রেখে যায় মধুবায়ে     মাধবীবিতানের ছায়ে ছায়ে,

ধরণী শিহরায় পায়ে পায়ে,    কলসে কঙ্কণে কিনিকিনি॥

পারুল শুধাইল, কে তুমি গো,    অজানা কাননের মায়ামৃগ।

কামিনী ফুলকুল বরষিছে,     পবন এলোচুল পরশিছে,

আঁধারে তারাগুলি হরষিছে,    ঝিল্লি ঝনকিছে ঝিনিঝিনি॥

রাগ: কেদারা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1926

স্বরলিপিকার: রমা কর, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.