২৪২ (o chad chokher jaler)

ও চাঁদ,     চোখের জলের লাগল জোয়ার দুখের পারাবারে,

হল          কানায় কানায় কানাকানি এই পারে ওই পারে॥

আমার       তরী ছিল চেনার কূলে,   বাঁধন যে তার গেল খুলে;

তারে        হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন্‌ অচেনার ধারে॥

              পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে,

              আমি সে কোন্‌ আকুল আলোয় দিশাহারা রাতে।

সেই              পথ-হারানোর অধীর টানে   অকূলে পথ আপনি টানে,

              দিক ভোলাবার পাগল আমার হাসে অন্ধকারে॥

রাগ: পিলু

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1331

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.