২৯৫ (o dekha diye je )

ও   দেখা দিয়ে যে চলে গেল   ও   চুপিচুপি কী বলে গেল।

     যেতে যেতে গো, কাননেতে গো   ও   কত যে ফুলে দ'লে গেল॥

     মনে মনে কী ভাবে কে জানে,   মেতে আছে ও যেন কী গানে,

     নয়ন হানে আকাশ-পানে-- চাঁদের হিয়া গ'লে গেল॥

ও   পায়ে পায়ে যে বাজায়ে চলে   বীণার ধ্বনি তৃণের দলে।

     কে জানে কারে ভালো কি বাসে,   বুঝিতে নারি কাঁদে কি হাসে,

     জানি নে ও কি ফিরিয়া আসে-- জানি নে ও কি ছ'লে গেল॥

রাগ: বাউল

তাল: অর্ধঝাঁপ

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.