৫৬ (ogo shono ke bajay)

ওগো    শোনো কে বাজায়

বনফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়॥

     অধর ছুঁয়ে বাঁশিখানি   চুরি করে হাসিখানি--

          বঁধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়॥

কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে,

     বকুলগুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে।

          যমুনারই কলতান    কানে আসে, কাঁদে প্রাণ--

              আকাশে ওই মধুর বিধু কাহার পানে হেসে চায়॥

রাগ: বেহাগ-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.