১৬৫ (oke badhibi ke re)

     ওকে    বাঁধিবি কে রে,    হবে যে ছেড়ে দিতে।

          ওর    পথ খোলে রে    বিদায়রজনীতে॥

গগনে তার মেঘদুয়ার ঝেঁপে      বুকেরই ধন বুকেতে ছিল চেপে,

     প্রভাতবায়ে গেল সে দ্বার কেঁপে--

          এল যে ডাক ভোরের রাগিণীতে॥

     শীতল হোক বিমল হোক প্রাণ,

          হৃদয়ে শোক রাখুক তার দান।

যা ছিল ঘিরে শূন্যে সে মিলালো, সে ফাঁক দিয়ে আসুক তবে আলো--

     বিজনে বসি পূজাঞ্জলি  ঢালো

          শিশিরে-ভরা সেঁউতি-ঝরা গীতে॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ ফেব্রুয়ারি, ১৯২৭

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.