রাগ: কেদারা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ ফাল্গুন, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মার্চ, ১৯৩৯

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

২৩৪ (ore jagayo na oje)

ওরে জাগায়ো না,    ও যে বিরাম মাগে    নির্মম ভাগ্যের পায়ে।

     ও যে সব চাওয়া দিতে চাহে   অতলে জলাঞ্জলি॥

          দুরাশার দুঃসহ ভার দিক নামায়ে,

              যাক ভুলে অকিঞ্চন জীবনের বঞ্চনা ॥

                        আসুক নিবিড় নিদ্রা,

          তামসী তুলিকায় অতীতের বিদ্রূপবাণী দিক মুছায়ে

                        স্মরণের পত্র হতে।

                   স্তব্ধ হোক বেদনগুঞ্জন

                             সুপ্ত বিহঙ্গের নীড়ের মতো--

          আনো তমস্বিনী,

              শ্রান্ত দুঃখের মৌনতিমিরে শান্তির দান॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.