১৪১ (pushpabane pushpa nahi)

     পুষ্পবনে পুষ্প নাহি, আছে অন্তরে।

     পরানে বসন্ত এল কার অন্তরে॥

মুঞ্জরিল শুষ্ক শাখী,    কুহরিল মৌন পাখি,

     বহিল আনন্দধারা মরুপ্রান্তরে॥

দুখেরে করি না ডর,    বিরহে বেঁধেছি ঘর,

     মনোকুঞ্জে মধুকর তবু গুঞ্জরে।

হৃদয়ে সুখের বাসা,    মরমে অমর আশা,

     চিরবন্দী ভালোবাসা প্রাণপিঞ্জরে॥

রাগ: ললিত-কালাংড়া

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ আশ্বিন, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.