১৬৬ (sakalbelay aloy baje)

     সকালবেলায় আলোয় বাজে  বিদায়ব্যথার ভৈরবী--

          আন্‌ বাঁশি তোর, আয় কবি॥

শিশিরশিহর শরতপ্রাতে     শিউলিফুলের গন্ধসাথে

     গান রেখে যাস আকুল হাওয়ার, নাই যদি রোস নাই র'বি॥

          এমন উষা আসবে আবার সোনায় রঙিন দিগন্তে,

              কুন্দের দুল সীমন্তে।

কপোতকূজনকরুণ ছায়ায়     শ্যামল কোমল মধুর মায়ায়

          তোমার গানের নূপুরমুখর

              জাগবে আবার এই ছবি॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ আশ্বিন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ সেপ্টেম্বর, ১৯২৬

রচনাস্থান: ন্যুর্নবার্গ - জার্মানি

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.