২৬৬ (shrabaner pabane akul)

          শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়

          সাথিহারা ঘরে মন আমার

          প্রবাসী পাখি ফিরে যেতে চায়

          দূরকালের অরণ্যছায়াতলে॥

          কী জানি সেথা আছে কিনা   আজও বিজনে বিরহী হিয়া

          নীপবনগন্ধঘন অন্ধকারে--

          সাড়া দিবে কি গীতহীন নীরব সাধনায়॥

হায়,    জানি সে নাই জীর্ণ নীড়ে, জানি সে নাই নাই।

          তীর্থহারা যাত্রী ফিরে ব্যর্থ বেদনায়--

          ডাকে তবু হৃদয় মম মনে-মনে   রিক্ত ভুবনে

          রোদন-জাগা সঙ্গীহারা   অসীম শূন্যে শূন্যে॥

রাগ: কেদারা

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1937

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.