২০৯ (shubh milanlagane bajuk)

শুভ মিলনলগনে বাজুক বাঁশি

     মেঘযুক্ত গগনে জাগুক হাসি॥

          কত দুঃখে কত দূরে দূরে   আঁধারসাগর ঘুরে ঘুরে

              সোনার তরী তীরে এল ভাসি।

                   পূর্ণিমা-আকাশে জাগুক হাসি॥

ওগো পুরবালা,

     আনো সাজিয়ে বরণডালা,

          যুগলমিলনমহোৎসবে   শুভ শঙ্খরবে

              বসন্তের আনন্দ দাও উচ্ছ্বাসি।

                   পূর্ণিমা-আকাশে জাগুক হাসি॥

রাগ: কানাড়া

তাল: দাদরা-ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.