৩৭৬ (sokhi balo dekhi)

সখী,    বলো দেখি লো,

          নিরদয় লাজ তোর টুটিবে কি লো।

          চেয়ে আছি, ললনা--

          মুখানি তুলিবি কি লো,

          ঘোমটা খুলিবি কি লো,

          আধফোটা অধরে হাসি ফুটিবে কি লো ॥

          শরমের মেঘে ঢাকা বিধুমুখানি--

          মেঘ টুটে জোছনা ফুটে উঠিবে কি লো।

     তৃষিত আঁখির আশা পূরাবি কি লো--

     তবে    ঘোমটা খোলো,   মুখটি তোলো,   আঁঘি মেলো লো ॥

রাগ: মিশ্র বেহাগ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.