১৪৪ (sokhi oi bujhi bashi baje)

সখী,    ওই বুঝি বাঁশি বাজে--      বনমাঝে কি মনোমাঝে॥

          বসন্তবায়  বহিছে কোথায়,

               কোথায় ফুটেছে ফুল,

          বলো গো সজনি,     এ সুখরজনী

     কোন্‌খানে উদিয়াছে--      বনমাঝে কি মনোমাঝে॥

     যাব কি যাব না   মিছে এ ভাবনা,

     সখী,   মিছে মরি লোকলাজে।

     কে জানে কোথা সে    বিরহহুতাশে

          ফিরে অভিসারসাজে--

               বনমাঝে কি মনোমাঝে

রাগ: পিলু

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.