৩২ (sundar hridiranjan tumi)

সুন্দর হৃদিরঞ্জন তুমি    নন্দনফুলহার,

     তুমি অনন্ত নববসন্ত    অন্তরে আমার॥

          নীল অম্বর চুম্বননত,    চরণে ধরণী মুগ্ধ নিয়ত,

              অঞ্চল ঘেরি সঙ্গীত যত    গুঞ্জরে শতবার॥

ঝলকিছে কত ইন্দুকিরণ,    পুলকিছে ফুলগন্ধ--

     চরণভঙ্গ ললিত অঙ্গে    চমকে চকিত ছন্দ।

          ছিঁড়ি মর্মের শত বন্ধন    তোমা-পানে ধায় যত ক্রন্দন--

              লহো হৃদয়ের ফুলচন্দন    বন্দন-উপহার।

রাগ: ইমনকল্যাণ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ জ্যৈষ্ঠ, ১৩০১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1894

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.