২৭১ (swapnamadir neshay mesha)

     স্বপ্নমদির নেশায় মেশা    এ উন্মত্ততা,

জাগায় দেহে মনে    একি বিপুল ব্যথা॥

বহে মম শিরে শিরে    একি দাহ, কী প্রবাহ,

     চকিতে সর্বদেহে    ছুটে তড়িৎলতা॥

ঝড়ের পবনগর্জে    হারাই আপনায়,

দুরন্ত যৌবনক্ষুব্ধ    অশান্ত বন্যায়।

তরঙ্গ উঠে প্রাণে    দিগন্তে কাহার পানে--

     ইঙ্গিতের ভাষায় কাঁদে    নাহি নাহি কথা॥

রাগ: মেঘমল্লার

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.