রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ চৈত্র, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ এপ্রিল, ১৯২৩

রচনাস্থান: কাথিয়াবাড় - পোরবন্দর

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৪৪ (tomar binay gan chhila)

তোমার বীণায় গান ছিল আর আমার ডালায় ফুল ছিল গো।

একই দখিন হাওয়ায় সে দিন দোঁহায় মোদের দুল দিল গো ॥

     সে দিন সে তো জানে না কেউ   আকাশ ভরে কিসের সে ঢেউ,

     তোমার সুরের তরী আমার রঙিন ফুলে কূল নিল গো ॥

সে দিন আমার মনে হল, তোমার গানের তাল ধ'রে

আমার প্রাণে ফুল-ফোটানো রইবে চিরকাল ধ'রে।

     গান তবু তো গেল ভেসে,   ফুল ফুরালো দিনের শেষে,

     ফাগুনবেলার মধুর খেলায় কোন্‌খানে হায় ভুল ছিল গো ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.