রাগ: মিয়াঁ মল্লার

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ আষাঢ়, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ জুন, ১৯২৭

রচনাস্থান: কলকাতা

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৫৩ (tomar giti jagalo smriti)

তোমার গীতি   জাগালো স্মৃতি   নয়ন ছলছলিয়া,

বাদলশেষে   করুণ হেসে   যেন চামেলি-কলিয়া ॥

     সজল ঘন মেঘের ছায়ে   মৃদু সুবাস দিল বিছায়ে,

     না-দেখা কোন্‌ পরশঘায়ে   পড়িছে টলটলিয়া ॥

তোমার বাণী-স্মরণখানি   আজি বাদলপবনে

নিশীথে বারিপতন-সম   ধ্বনিছে মম শ্রবণে।

     সে বাণী যেন গানেতে লেখা   দিতেছে আঁকি সুরের রেখা

     যে পথ দিয়ে তোমারি, প্রিয়ে,   চরণ গেল চলিয়া ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.