১৮০ (tor praner ras to)

     তোর     প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে।

     তবে      মরণরসে নে পেয়ালা ভরে॥

সে যে   চিতার আগুন গালিয়ে ঢালা,    সব জ্বলনের মেটায় জ্বালা--

     সব     শূন্যকে সে অট্টহেসে দেয় যে রঙিন করে॥

     তোর    সূর্য ছিল গহন মেঘের মাঝে,

     তোর    দিন মরেছে অকাজেরই কাজে।

তবে    আসুক-না সেই তিমিররাতি    লুপ্তিনেশার চরম সাখি--

     তোর     ক্লান্ত আঁখি দিক সে ঢাকি দিক্‌-ভোলাবার ঘোরে॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1331

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.