২৮৮ (tumi amay dekechhile)

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে,

তখন ছিলেম বহু দূরে কিসের অন্বেষণে॥

     কূলে যখন এলেম ফিরে   তখন অস্তশিখরশিরে

     চাইল রবি শেষ চাওয়া তার কনকচাঁপার বনে।

     আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥

লিখন তোমার বিনিসুতোর শিউলিফুলের মালা,

বাণী সে তার সোনায়-ছোঁওয়া অরুণ-আলোয়-ঢালা--

          এল আমার ক্লান্ত হাতে   ফুল-ঝরানো শীতের রাতে

          কুহেলিকায় মন্থর কোন্‌ মৌন সমীরণে।

          তখন ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥

রাগ: ভীমপলশ্রী-মূলতান

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২২ কার্তিক, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ নভেম্বর, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.