১১২ (udashini beshe bideshini ke se)

উদাসিনী -বেশে বিদেশিনী কে সে নাইবা তাহারে জানি,

রঙে রঙে লিখা আঁকি মরীচিকা মনে মনে ছবিখানি॥

পুবের হাওয়ায় তরীখানি তার    এই ভাঙা ঘাট কবে হল পার

দূর নীলিমার বক্ষে তাহার উদ্ধত বেগ হানি॥

মুগ্ধ আলসে গণি একা বসে পলাতকা যত ঢেউ।

যারা চলে যায় ফেরে না তো হায় পিছু-পানে আর কেউ।

মনে জানি কারো নাগাল পাব না-- তবু যদি মোর উদাসী ভাবনা

কোনো বাসা পায় সেই দুরাশায় গাঁথি সাহানায় বাণী॥

রাগ: মিশ্র কেদারা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৮ ভাদ্র, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ অগাস্ট, ১৯৩৮

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.