৬২ (aj buker boson chhire)

আজ    বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি।

          আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী।

          ওরে মন,        খুলে দে মন, যা আছে তোর খুলে দে--

          অন্তরে যা ডুবে আছে      আলোক-পানে তুলে দে।

          আনন্দে সব বাধা টুটে    সবার সাথে ওঠ্‌ রে ফুটে--

          চোখের 'পরে আলস-ভরে রাখিস নে আর আঁচল টানি॥

রাগ: ভৈরবী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ মাঘ, ১৩১২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1906

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.