৬০ (amake je badhbe dhore)
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন--
সে কি অমনি হবে।
আমার কাছে পড়লে বাঁধা সেই হবে মোর বাঁধন--
সে কি অমনি হবে॥
কে আমারে ভরসা করে আনতে আপন বশে--
সে কি অমনি হবে।
আপনাকে সে করুক-না বশ, মজুক প্রেমের রসে--
সে কি অমনি হবে।
আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন--
সে কি অমনি হবে।
রাগ: শঙ্করা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়