১০১ (amar hariye jaoya din)

আমার হারিয়ে যাওয়া দিন

আর কি খুঁজে পাব তারে

বাদল-দিনের আকাশ-পারে--

     ছায়ায় হল লীন।

কোন্‌ করুণ মুখের ছবি

পুবেন হাওয়ায় মেলে দিল

     সজল ভৈরবী।

এই গহন বনচ্ছায়

অনেক কালের স্তব্ধবাণী

কাহার অপেক্ষায়

আছে বচনহীন॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1347

রচনাকাল (খৃষ্টাব্দ): ডিসেম্বর, ১৯৪০

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.