৪৪ (ananta sagar majhe dao tori)

        অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া।

গেছে সুখ, গেছে দুখ,            গেছে আশা ফুরাইয়া॥

সম্মুখে অনন্ত রাত্রি,                 আমরা দুজনে যাত্রী,

        সম্মুখে শয়ান সিন্ধু দিগ্‌বিদিক হারাইয়া॥

জলধি রয়েছে স্থির,                 ধূ-ধূ করে সিন্ধুতীর,

        প্রশান্ত সুনীল নীর নীল শূণ্যে মিশাইয়া।

নাহি সাড়া, নাহি শব্দ,             মন্ত্রে যেন সব স্তব্ধ,

        রজনী আসিছে ধীরে দুই বাহু প্রসারিয়া॥

রাগ: বাগেশ্রী

তাল: আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1282

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.