৭২ (aponhara matoyara achhi)

আপনহারা মাতোয়ারা   আছি তোমার আশা ধরে--

ওগো সাকী, দেবে না কি          পেয়ালা মোর ভ'রে ভ'রে॥

রসের ধারা সুধায় ছাঁকা,          মৃগনাভির আভাস মাখা গো,

        বাতাস বেয়ে সুবাস তারি          দূরের থেকে মাতায় মোরে॥

মুখ তুলে চাও ওগো প্রিয়ে--    তোমার হাতের প্রসাদ দিয়ে

এক রজনীর মতো এবার          দাও না আমায় অমর ক'রে।

        নন্দননিকুঞ্জশাখে         অনেক কুসুম ফুটে থাকে গো,

        এমন মোহন রূপ দেখি নাই       গন্ধ এমন কোথায় ওরে॥

রাগ: ভৈরবী-রামকেলী

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1926

রচনাস্থান: আগরতলা

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.