৮১ (ay tora ay)

            আয় তোরা আয়         আয় গো--

       গাবার বেলা যায় পাছে তোর       যায় গো।

শিশিরকণা ঘাসে ঘাসে   শুকিয়ে আসে,

            নীড়ের পাখি নীল আকাশে       চায় গো।

        সুর দিয়ে যে সুর ধরা যায়,         গান দিয়ে পাই গান,

প্রাণ দিয়ে পাই প্রাণ--তোর আপন বাঁশি আন্‌,

        তবেই যে তুই শুনতে পাবি        কে বাঁশি বাজায় গো।

শুকনো দিনের তাপ     তোর   বসন্তকে দেয় না যেন শাপ।

        ব্যর্থ কাজে মগ্ন হয়ে        লগ্ন যদি যায় গো ব'য়ে

গান-হারানো হাওয়া তখন করবে যে 'হায় হায়' গো॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৩৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1931

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.