৫৮ (badhu michhe rag korona)

          বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না।

মম      মন বুঝে দেখো মনে মনে--মনে রেখো, কোরো করুণা॥

          পাছে আপনারে রাখিতে না পারি

          তাই কাছে কাছে থাকি আপনারি--

          মুখ হেসে যাই, মনে কেঁদে চাই--সে আমার নহে ছলনা॥

          দিনেকের দেখা, তিলেকের সুখ,

          ক্ষণেকের তরে শুধু হাসিমুখ--

          পলকের পরে থাকে বুক ভ'রে   চিরজনমের বেদনা।

          তারি মাঝে কেন এত সাধাসাধি,

          অবুধ আঁধারে কেন মরি কাঁদি--

          দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা॥

রাগ: মিশ্র ঝিঁঝিট

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ আশ্বিন, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

রচনাস্থান: পতিসর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.