৯২ (bare bare phire phire)

বারে বারে ফিরে ফিরে তোমার পানে

    দিবারাতি ঢেউয়ের মতো চিত্ত বাহু হানে,

        মন্দ্রধ্বনি জেগে ওঠে উল্লোল তুফানে।

        রাগরাগিণী উঠে আবর্তিয়া        তরঙ্গে নর্তিয়া

                গহন হতে উচ্ছলিত স্রোতে।

ভৈরবী রামকেলি         পূরবী কেদারা   উচ্ছ্বসি যায় খেলি,

ফেনিয়ে ওঠে জয়জয়ন্তী বাগেশ্রী কানাড়া           গানে গানে॥

        তোমায় আমার ভেসে

                গানের বেগে যাব নিরুদ্দেশে।

তালী-তমালী-বনরাজি-নীলা     বেলাভূমিতলে ছন্দের লীলা--

        যাত্রাপথে পালের হাওয়ায় হাওয়ায়

        তালে তালে তালে তানে॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ ভাদ্র, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ সেপ্টেম্বর, ১৯৩৯

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.