৫৩ (baro bishmoy lage heri)
বড়ো বিস্ময় লাগে হেরি তোমারে।
কোথা হতে এলে তুমি হৃদিমাঝারে॥
ওই মুখ ওই হাসি কেন এত ভালোবাসি,
কেন গো নীরবে ভাসি অশ্রুধারে॥
তোমারে হেরিয়া যেনজাগে স্মরণে
তুমি চিরপুরাতন চিরজীবনে।
তুমি না দাঁড়ালে আসি হৃদয়ে বাজে না বাঁশি--
যত আলো যত হাসি ডুবে আঁধারে॥
রাগ: সাহানা
তাল: মুক্তছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ জ্যৈষ্ঠ, ১৩০১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1894
স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস