রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৭৬ (charanrekha tabo je pothe)

চরণরেখা তব   যে পথে দিলে লেখি

চিহ্ন আজি তারি         আপনি ঘুচালে কি॥

ছিল তো শেফালিকা     তোমারি-লিপি-লিখা,

তারে যে তৃণতলে       আজিকে লীন দেখি॥

কাশের শিখা যত         কাঁপিছে থরথরি,

মলিন মালতী যে         পড়িছে ঝরি ঝরি।

তোমার যে আলোকে অমৃত দিত চোখে

স্মরণ তারো কি গো  মরণে যাবে ঠেকি॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.