২৮ (chorachor sakali michhe maya)

চরাচর সকলই মিছে মায়া, ছলনা।

কিছুতেই বুলি নে আর-- আর না রে--

মিছে ধূলিরাশি লয়ে কী হবে।

সকলই আমি জেনেছি, সবই শূন্য--শূন্য-শূন্য ছায়া--

            সবই ছলনা॥

দিনরাত যার লাগি সুখ দুখ না করিনু জ্ঞান,

পরান ম সকলই দিয়েছি, তা হতে রে কিবা পেনু।

কিছু না--সবই ছলনা॥

রাগ: বেহাগ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.