রাগ: মিশ্র বাহার

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

৩৫ (ga sokhi gaili jodi)

গা সখী, গাইলি যদি, আবার সে গান।

কতদিন শুনি নাই ও পুরানো তান॥

কখনো কখনো যবে নীরব নিশীথে

একেলা রয়েছি বসি চিন্তামগ্নে চিতে--

চমকি উঠিত প্রাণ--কে যেন গায় সে গান,

দুই-একটি কথা তার পেতেছি শুনিতে।

হা হা সখী, সেদিনের সব কথাগুলি

প্রাণের ভিতরে যেন উঠিছে আকুলি।

যেদিন মরিব, সখী, গাস্‌ ওই গান--

শুনিতে শুনিতে যেন যায় এই প্রাণ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.