১৮ (hasi keno nai o)

হাসি কেন নাই ও নয়নে!         ভ্রমিতেছ মলিন-আননে।

দেখো, সখী, আঁখি তুলি         ফুলগুলি ফুটেছে কাননে॥

তোমারে মলিন দেখি    ফুলেরা কাঁদিছে সখী

শুধাইছে বনলতা         কত কথা        আকুল বচনে॥

এসো সখী, এসো হেথা,          একটি কহো গো কথা--

বলো, সখী, কার লাগি পাইয়াছ মনোব্যথা।

বলো, সখী, মন তোর  আছে ভোর      কাহার স্বপনে॥

রাগ: মিশ্র কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.