৪৬ (hiye kapichhe sukhe)
হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী,
কেন নয়নে আসে বারি।
আজি প্রিয়তম আসিবে মোর ঘরে--
বলো কী করিব আমি সখী।
দেখা হলে, সখী, সেই প্রাণবঁধুরে কী বলিব নাহি জানি।
সে কি না জানিবে, সখী, রয়েছে যা হৃদয়ে--
না বুঝে কি ফিরে যাবে সখী॥
রাগ: জয়জয়ন্তী
তাল: ধামার
রচনাকাল (বঙ্গাব্দ): 1300
রচনাকাল (খৃষ্টাব্দ): 1893
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর