৮৬ (jani jani esechho e)
জানি জানি এসেছ এ পথে মনের ভুলে।
তাই হোক তবে তাই হোক--এসো তুমি, দিনু দ্বার খুলে॥
এসেছ তুমি যে বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে--
তাই হোক ওগো, তাই হোক।
মোর আঙিনায় মালতী ঝরিয়া পড়ে যায়--
তব শিথিল কবরীতে নিয়ো নিয়ো তুলে॥
কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা হয় নি যে বীণার তারে--
তাই হোক ওগো, তাই হোক।
ঝরো ঝরো বারি ঝরে বনমাঝে আমারই মনের সুর ওই বাজে--
বেণুশাখা-আন্দোলনে আমারই উতলা মন দুলে॥
রাগ: দেশ-মল্লার
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ শ্রাবণ, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ অগাস্ট, ১৯৩৫
রচনাস্থান: শান্তিনিকেতন