৯৯ (jara bihan belay gan esechhilo)

যারা বিহান-বেলায়       গান এনেছিল আমার মনে

    সাঁঝের বেলায় ছায়ায় তারা মিলায় ধীরে।

    একা বসে আছি হেথায় যাতায়াতের পথের তীরে,

আজকে তারা এল আমার স্বপ্নলোকের দুয়ার ঘিরে।

সুরহারা সব ব্যথা যত একতারা তার খুঁজে ফিরে।

প্রহর-পরে প্রহর যে যায়, বসে বসে কেবল গণি

    নীরব জপের মালার ধ্বনি অন্ধকারের শিরে শিরে॥

রাগ: ভৈরবী

তাল: মুক্তছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ অগ্রহায়ণ, ১৩৪৭

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ নভেম্বর, ১৯৪০

রচনাস্থান: জোড়াসাঁকো

স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.