রাগ: মিশ্র আলাহিয়া - মিশ্র কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৫১ (kachhe chhile dure gele)

কাছে ছিলে, দূরে গেলে--দূর হতে এসো কাছে।

ভুবন ভ্রমিলে তুমি--সে এখনো বসে আছে॥

ছিল না প্রেমের আলো,           চিনিতে পারো নি ভালো--

        এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে।

জটিল হয়েছে জাল,           প্রতিকূল হল কাল--

উন্মাদ তানে তানে   কেটে গেছে তাল।

কে জানে তোমার বীণা          সুরে ফিরে যাবে কি না--

        নিঠুর বিধির টানে    তার ছিঁড়ে যায় পাছে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.