৭৩ (kalo megher ghota)

কালো মেঘের ঘটা ঘটনায় রে    আঁধার গগনে,

        ঝরে ধারা ঝরোঝরো    গহন বনে।

এত দিনে বাঁধন টুটে     কুঁড়ি তোমার উঠল ফুটে

        বাদল-বেলার বরিষনে

ওগো, এবার তুমি জাগো জাগো--

যেন এই বেলাটি হারায় না গো।

অশ্রুভরা কোন্‌ বাতাসে           গন্ধে যে তার ব্যথা আসে--

        আর কি গো সে রয় গোপনে॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1926

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.