৩ (kano go se more)

কেন গো সে মোরে যেন করে না বিশ্বাস।

কেন গো বিষণ্ন আঁখি              আমি যবে কাছে থাকি,

কেন উঠে মাঝে মাঝে             আকুল নিশ্বাস।

আদর করিতে মোরে চায় কতবার,

সহসা কী ভেবে যেন ফেরে সে আবার।

নত করি দুনয়নে         কী যেন বুঝায় মনে,

মন সে কিছুতে যেন পায় না আশ্বাস।

আমি যবে ব্যগ্র হয়ে ধরি তার পাণি

সে কেন চমকি উঠি লয় তাহা টানি।

আমি কাছে গেলে হায়            সে কেন গো সরে যায় --

মলিন হইয়া আসে অধর সহাস॥

রাগ: বিলাতি ভাঙা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.