১৪ (khule de tarani)

   খুলে দে তরণী, খুলে দে তোরা,         স্রোত বহে যায় যে।

মন্দ মন্দ অঙ্গেভঙ্গে        নাচিছে তরঙ্গ রঙ্গে--এই বেলা খুলে দে॥

   ভাঙিয়ে ফেলেছি হাল,  বাতাসে পুরেছে পাল,

       স্রোতোমুখে প্রাণ মন    যাক ভেসে যাক--

           যে যাবি আমার সাথে    এই বেলা আয় রে॥

রাগ: মিশ্র বাহার

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.