৮৭ (ki bedonaa mor jano seki)

কী বেদনা মোর জানো সে কি তুমি জানো

    ওগো মিতা, মোর অনেক দূরের মিতা।

        আজি এ নিবিড়তিমির যামিনী বিদ্যুতসচকিতা॥

    বাদাল-বাতাস ব্যেপে          হৃদয় উঠিছে কেঁপে

        ওগো সে কি তুমি জানো।

উৎসুক এই দুখজাগরণ এ কি হবে হায় বৃথা॥

ওগো মিতা, মোর অনেক দূরের মিতা,

        আমার ভবনদ্বারে         রোপণ করিলে যারে

সজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা॥

            ওগো সে কি তুমি জানো।

        তুমি যার সুর দিয়েছিলে বাঁধি

মোর কোলে আজ উঠিছে সে কাঁদি        ওগো সে কি জানো--

        সেই-যে তোমার বীণা সে কি বিস্মৃতা॥

রাগ: সোহিনী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ শ্রাবণ, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ অগাস্ট, ১৯৩৫

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.