ওগো সখী, দেখি, দেখি মন কোথা আছে। কত কাতর হৃদয় ঘুরে ঘুরে, হেরো কারে যাচে। কী মধু কী সুধা কী সৌরভ, কী রূপ রেখেছ লুকায়ে। কোন্ প্রভাতে কোন্ রবির আলোকে দিবে খুলিয়ে কাহার কাছে। সে যদি না আসে এ জীবনে, এ কাননে পথ না পায়! যারা এসেছে তারা বসন্ত ফুরালে নিরাশ প্রাণে ফেরে পাছে!
আমরা পথে পথে যাব সারে সারে, তোমার নাম গেয়ে ফিরিব দ্বারে দ্বারে ॥ বলব "জননীকে কে দিবি দান, কে দিবি ধন তোরা কে দিবি প্রাণ'-- "তোদের মা ডেকেছে' কব বারে বারে ॥ তোমার নামে প্রাণের সকল সুর আপনি উঠবে বেজে সুধামধুর মোদের হৃদয়যন্ত্রেরই তারে তারে। বেলা গেলে শেষে তোমারই পায়ে এনে দেব সবার পূজা কুড়ায়ে তোমার সন্তানেরই দান ভারে ভারে ॥